চীন দেশেতে জন্ম নেওয়া নতুন‌ একটি ভাইরাস।
নোভেন করোনা নামটি তাহার সৃষ্টি করছে ত্রাস।
করোনা আজ জগত জুড়ে করছে এসে তাড়া।
আতঙ্কিত মানব সবাই, কেমনে পাবে ছাড়া?
নিমেষেতে রূপ ধরেছে যেমন মহামারী।
যমের মতো নিচ্ছে কেড়ে অনেক নর-নারী।


করোনা এক মরণ ব্যাধি শুনছি সবার মুখে,
জনশূন্য হাট-বাজার সব এই ব্যাধিটির দুখে।
মুখোশ পরে শতেক মানুষ‌ বন্দি আজি ঘরে।
বাহির হলে করোনা যদি তাকে এসে ধরে।


ভিড়ের মাঝে যেও নাকো বন্ধ করো‌ মেলা,
করোনা যে খুবই তীব্র করো নাকো হেলা।
নাকে মুখে মুখোশ লাগাও বাইরে যখন‌ যাবে
ধৌত করো হাতটি তোমার যখন কিছু খাবে।
সচেতন হও চলার পথে বাঁচাও নিজের জীবন।
এই ভাইরাসে ধরলে তোমায় হবে তোমার মরণ।