ঈদ মানে শুধু উল্লাস
কে বলেছে ভাই?
ঈদ মানে শত কষ্ট
গরিব বুকে ঠাঁই।


সম্পদশালী লোকে আজি
কিনছে ভুরিভুরি।
শূন্য হস্তে গরিব লোকে
করছে ঘুরা ঘুরি।


সাধ্য মতো দাওগো আজি
নিঃস্বের হাতে তুলে।
তাদের মুখে ফুটবে হাসি
দুঃখ কষ্ট ভুলে।


নতুন পোশাক জামা জুতা
ময়দা কিংবা চিনি,
অর্থ যদি দান কর আজ
নিবে তারা কিনি।


মানবতার হাতটি বাড়াও
দরিদ্রকে করো দান।
ওদের সুখে সুখী হবেন
আল্লাহ মেহেরবান।