আসিলে ইলেকশন,
শোনা যায় কত লম্বা ভাষণ।
কত নেতা এসে পৌঁছেন জনতার দরবার,
করেন কত প্রতিশ্রুতি আর উন্নয়নের অঙ্গীকার।
এবার আর ভুল হবেনা,
বয়ে যাবে এ এলাকায় উন্নয়নের জোয়ার।


মনে হয় যেন-
এইতো সঠিক নেতার ঘটেছে আগমন,
এবার পূর্ণ হবে সত্তর বছরের সাধন,
উন্নত হবে এলাকা, সুখী হবে জনগণ।
এই আশায়- সকলে এক জোট হয়,
নির্দিষ্ট বোতাম টিপে নেতা বানিয়ে পাঠায়।


এ দুঃখ কাকে বলিব হায়!
ফলাফলের পর নেতা আর হারিয়ে যায়।
জনগণ থাকে সেই শুভদিনের অপেক্ষায়।
বসে বসে আঙ্গুলে গুনে কবে এ নেতার দিন ফুরায়।