এই শহরের মানুষগুলো মানুষ যেন নয়
লোভে পড়ে এক নিমেষে হিংস্র তারা হয়।
কথায় কাজে মালে থাকেনা, শূন্য বিবেক বোধ
তাদের খাতায় নেইকো ক্ষমা, আছে প্রতিশোধ।


এই শহরের রাস্তা ঘাটে দেখি প্রতি রোজ,
অহরহ খুন আর ধর্ষণ কেউ রাখেনা খোঁজ।
কোথায় ওদের মনুষ্যত্ব কোথায় মানব বোধ
চোখের সামনে ইভটিজিং হয়, কেউ করেনা রোধ।


এই শহরের মানুষ এখন চলে মুখোশ পরে,
একটুখানি স্বার্থের জন্য রঙটা বদল করে।
গরীব লোককে অকপটে সবাই করে হেলা,
অবহেলা আর লাঞ্ছনায় কাটে তাদের বেলা।


এই শহরে আছে কত আজব আজব গল্প,
বলতে গেলে শেষ হবেনা, নয়কো তাহা অল্প।
ইচ্ছা মত চলছে সবাই দূষিত তাই চারদিক,
তবু ওরা দাবী করে, তারা সভ্য নাগরিক।