চেয়ে দেখ নীল গগনে,
পাখি চলে দলে দলে।
উড়ে যেতে যেতে ওরা যেন
একতার কথাই বলে।
পাখির কুজনে আমি শুনিতে পাই-
শুধু একতারই কথা।
ওরা কত ভালো নেই ভেদাভেদ,
হৃদয়ে নেই কোন ব্যথা।
পশু পাখি চলে দল বেঁধে,
কেউ কারো শত্রু নয়।
আকাশে বাতাসে যেদিকে থাকাই,
দেখি শুধু একতারই জয়।
মৌমাছি বাঁধে সুখের বাসা
শুধু একতারই বলে।
একতার অভাবে মানব আজ
ভাসে চোখের জলে।
তাইতো বলি শুন মানুষ ভাই
উঠে দাঁড়াও এবার,
হাতে হাত ধরে ভুলে যাও
সকল ভিন্নতা আর।
এক হয়ে বল সবে একই কলরবে-
আমরা মানব একে অপরের সম্বল;
এক হয়ে থাকব মোরা,
একতাই মোদের বল।।