বর্ষাকালে গ্রামে গঞ্জে
চালাও অভিযান।
সবে মিলে বৃক্ষ লাগাও
বাঁচাও জীবের প্রাণ।


ছায়া পাবে ফসল পাবে
পাবে অম্লজান।
গাছই মোদের রক্ষা করবে
খাদ্য করবে দান।


ফুলে ফলে ভরবে বাগান
বাড়বে দেশের মান।
ডালে বসে গাইবে পাখি
মিষ্টি মধুর গান।


বৃক্ষ মাঝে আছে দেখো
ঔষধি গুণ ভরা।
বৃক্ষবিনে এই জগতে
নামবে মরুর খরা।


জীবজগতে গাছ-পালার দান
হয়না বলে শেষ।
আপন মনে লাগাও চারা
গড়ো সুখের দেশ।