কত শত রঙিন স্বপ্ন
ছিল আমার মনে।
ফুল ফোটাবো এই আশাতে
ঘুরতাম স্বপ্ন বনে।


স্বপ্ন গুলো আসত ভেসে
দিনের প্রতি ক্ষণে।
হাজার স্বপ্ন ছিল গোপন
ছোট্ট হৃদয় কোণে।


স্বপ্ন ছিল গড়বো একটা
মস্ত বড় বাড়ি।
শহর খানা ঘুরব আমি
চড়ে দামি গাড়ি।


কষ্টের জীবন পাল্টে দিয়ে
আনব আমি সুখ।
অনেক টাকার মালিক হব
দূর হবে সব দুখ।


স্বপ্ন ছিল সুন্দরী বউ
করব আমি বিয়ে।
মহাসুখে থাকবো আমি
স্ত্রী-সন্তানকে নিয়ে।


আরো কত স্বপ্ন ছিল
বলার নেই যে শেষ।
অভাবে আজ স্বপ্ন গুলো
হয়ে গেছে নিঃশেষ।