মুখোশটা পরে
যতই থাকোরে
আসল রূপটা থাকছে না আর ঢাকা।
এই যে ছলনা
গূঢ় রইল না
তোদের যে শুধু টাকা চাই টাকা টাকা।


মিঠা কথায় কি
ঢাকবে চালাকি?
মানুষ‌ কি বুঝে না তোদের মতলব!
তবুও মানুষ
হইয়া ফানুস
আদেশ পালন করে, ভুলে আর সব।


সচেতন লোক
চায় তার হক
ওদের মনে জেগেছে এই অভিলাষ।
তাদের দাবিকে
চেপে রাখবে কে!
অচিরেই ঘটবেরে‌ তোদের বিনাশ।