গ্রীষ্মকালে বাংলার মাঠে
বরো ধানের মেলা।
কৃষাণ ভায়া মাঠে ছোটে
যেমনি উঠে বেলা।


কাস্তে নিয়ে মাঠে গিয়ে
কাটে সোনার ধান।
মাথায় করে বয়ে আনে
গেয়ে সারি গান।


আকাশ পানে মেঘের খেলা
মনে তাদের ভয়।
বৃষ্টি যদি নেমে পড়ে
ফসল হবে ক্ষয়।


তাইতো দেখি ব্যস্ত আজি
কৃষাণ পাড়ার সবাই।
ছেলে মেয়কে নিয়ে ওরা
শস্য করছে মাড়াই।


ওদের সাথে ব্যস্ত বধূ
শস্য ঝাড়া করে।
মুরগীরা ঐ খুঁটছে দানা
খাচ্ছে পেটটি ভরে।