হে বন্ধু, তুমি বীর,
                  তুমি সমাজের শক্তি।
মাথা নত করোনা,
                 অন্যায়ে করোনা ভক্তি।
তুমি নজরুলের উত্তরসুরি,
                       রবির যোগ্য শিষ্য;
তোমার লেখনীতে আজি-
             গড়ে উঠিব এক নতুন বিশ্ব।
লিখে যাও হে সৈনিক,
                     কাউকে করোনা ভয়।
বন্ধু তুমি অনির্বাণ,
             তোমার নেই কোন পরাজয়।
লিখিতে থাকো তুমি,
               চলুক তোমার কলম অনন্ত;
থেমোনা কখনো হে বন্ধু
                    হয়ে যেয়োনা পরিশ্রান্ত।
সকল শুভ কামনা বন্ধু
                         রহিল তোমার প্রতি;
চলুক তোমার কলম
                      বাড়িয়ে যাক গতি।