জন্ম থেকে অনেক ভালই আছি,
এবারে ইচ্ছে করে হয়ে যাই পাগল।
তোকে নিয়ে চষে বেড়াবো
পথ মাঠ প্রান্তর,
দেশ হতে দেশান্তর।
অনেক দিন ধরে নিয়ম মেনে আছি,
এবারে একটু নিয়ম ভাঙ্গি চল!
হয়ে যাই মাতাল,
দুজন হয়ে যাই উন্মাদ,
মধ্যরাতে হেঁটে বেড়াবো শহর।
ঢিল ছুঁড়ে ছুঁড়ে ল্যাম্পপোষ্ট ভাঙবো সারারাত!
দু'পাগলে মিলে চেঁচাব, করিব হাল্লা,
তুমুল শোরগোল;
শুধু একটিবার হাত বাড়িয়ে বল,
চলরে পাগল চল,
আমাকেও টেনে নিয়ে চল।