ডাস্টবিনে প্লাস্টিক-মোড়া ভ্রুণ কুকুরকে ছিঁড়তে দেখি,
বস্তাবাঁধা মুণ্ডুহীন লাশ হামেশা ভাসে নদীর জলে।
ধর্ষিতা যুবতীর উলঙ্গ দেহে মাছি ভ্যানভ্যান করা ছবি
                      আজ সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায়।
ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে গেলে
                     এমন হাজারো অপরাধ চোখে পড়ে।


আমরা সভ্য সমাজ--- আজো নীরব, স্পন্দনহীন।


আচ্ছা, আর কতোটা স্পন্দনহীন হলে
         আমরা নিজেদেরকে মৃত বলে ধরে নিতে পারি?
আর কতোটা অনুভূতিহীন হলে বলতে পারি
                                  আমরা কোমায় আছি?
মেরুদণ্ড আর কতোটা বাঁকলে
                   স্থিতিস্থাপকতার সীমা লঙ্ঘিত হবে?
এসব জানি না, জানার ইচ্ছাও নেই।