সময়ের খরস্রোতে আমরা ভাসমান খড়কুটো মাত্র।
প্রতি মুহূর্তে ভেসে যাচ্ছি নিরুদ্দেশের পথে।
সময় নেই পিছনে ফেরে তাকানোর,
সুযোগ নেই পেছনে ফেরে আসার।
চলছি সময়ের উচ্ছ্বসিত তরঙ্গে হেলে দোলে,
কখনো উঁচুতে উঠি, কখনো নীচে নেমে আসি,
কখনো আবার উঠে আসি স্রোতস্বিনীর তীরে
উপচে পড়া প্রবল স্রোতধারার সাথে।
এমন করেই চলছে আমাদের এ যাত্রা।
জানা নেই কবে বা কোথায়--
এ প্রবাহিণী মিলিত হবে তার আপন মোহনায়
আর আমরা? আমরা ঐ খড়কুটোর মতো,
নিরুদ্দেশ হয়ে যাব কোন এক অজানায়।