দুনিয়ার মিছে মায়ায়            অনন্ত সুখের আশায়,
              বেঁধেছি নিজেকে পৃথিবীর সাথে।
খ্যাপার বেশে পথে ঘুরি    শান্তির পাতি খুঁজে ফিরি,
              ঠিকানা হারিয়ে একাকী পথে।


কত সাল কত কাল            থেকে যাবে এই হাল,
             জানা নেই আমার কোন কিছু।
তীর্থের কাকের মতো            আছি অপেক্ষায় রত,
               ছুটছি আজ অজানার পিছু।


জীবনের পথ ভুলে                বসে সমুদ্রের কূলে,
                হিসাবের খাতাটুকু খুলি।
আচমকা যমের ঘাটে              জীবনের অন্ত ঘটে,
                মৃত্যুর কোলে আমি ঢলি।।