চোখ বুজলে দেখতে পাই--
আমার জীবনটা বৃথাই চলে গেছে।
ভাবি-- আর সময় নষ্ট না করে,
অতীত নিয়ে অনুতপ্ত না হয়ে,
জীবনটাকে গুছিয়ে নতুন‌ ভাবে আরম্ভ করি।


ঠিক তখনই---
একটা প্রচণ্ড দমকা হাওয়া এসে
সবকিছু‌ এলোমেলো‌ করে ফেলে।
উড়িয়ে নিয়ে যায় নিরূপিত কল্পনা রাশি,
আর ঐ‌ রঙিন স্বপ্নগুলো।


তখন নিজেকে খুব অসহায়,
এক জ্যান্ত লাশ বলে মনে হয়।
মনে হয়ে-- বেঁচে থাকার চেয়ে মরাটা শ্রেয়।
কিন্তু আবারো-- আশার ছলনায়,
নতুন‌ নতুন স্বপ্ন দেখে পথ চলা শুরু হয়।