ভাবিয়া আর কাঁদিসনারে মন
শুধু দুঃখের নয় এ জীবন
দুঃখের পরে সুখের রাজ্যে
করিবে যে  তুই  ভ্রমণ।
ইহাই বিধাতার নিয়ম।

জয় মানেই নয় শুধু সুখ,
পরাজয় মানেই নয়রে দুঃখ।
হারের পর একটু খানি জয়,
দুঃখের পর একটু খানি সুখ,
এ কি শ্রেষ্ঠ অর্জন নয়?

জীবনে যে কষ্ট করে,
দুঃখের সহিত সংগ্রাম করে
আপন জীবন গড়ে তুলে;
ঈশ্বর তারে কোন কালে
করেন নি অপনয়ন।

ভাবিয়া আর কাঁদিসনারে মন
শুধু দুঃখের নয় এ জীবন
দুঃখের পরে সুখের রাজ্যে
করিবে যে  তুই  ভ্রমণ।
ইহাই বিধাতার নিয়ম।