আর কতকাল ঘুমাবে তুমি কাণ্ডারী?
আর কতকাল থাকিবে নিশ্চুপ হয়ে?
আর কতকাল?
তোমারই তরীর যাত্রী কত নরপিশাচের দল
নোংরা রাজনীতি আর রক্তের নেশায় আজ লিপ্ত।
একের পর এক করেছে হত্যা
সৃষ্টি করেছে এক অরাজকতা।
তুমি কি এসব দেখিতে পাওনি!
তুমি কি দেখিতে পাওনি-
জীবন্ত মানুষ পুড়িয়ে মারার নির্মম দৃশ্য।
মিথ্যা অধিকার আদায়ের নামে কত সাধারণ
মানুষের জীবন হচ্ছে নিধন।
তুমি কি শুনিতে পাওনি!
তুমি কি শুনিতে পাওনি-
সাধারণ মানুষের গগনচুম্বী আর্তনাদ।
সেই সব গুম হওয়া মানুষের পরিবারের শঙ্কা।
বাবার নিশ্চুপ কান্না আর মায়ের বিলাপ
স্ত্রীর চাপা কান্না আর ভাই-বোনের আর্তনাদ।
ছোট্ট অবুঝ শিশুটি বিমর্ষ মুখে বসে থাকা।
এসব কি তুমি শুনতে পাওনি!
এই সব নরপিশাচদের হাতে বলি
সেইসব সাধারণ মানুষের আর্তনাদে
কি তোমার টনক নড়েনি?
ওদের চিৎকার কি তোমার কান অবধি পৌঁছায়নি?
ওদের আর্তনাদে কি তোমার চোখে জল আসেনি?
তোমার কেন মনে হয়নি-
এই নরপিশাচদের মাটিতে পুঁতে ফেলি
চিরদিনের জন্য,
এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি!
তুমি কেন এখনো চুপ হয়ে আছো কাণ্ডারী?
আর কতকাল এভাবে নিশ্চুপ থাকিবে?
আর কতকাল ঘুমাবে তুমি?
আর কতকাল?
কাণ্ডারী, জেগে উঠো একটিবার;
ধ্বংস করে দাও এসব নরপিশাচদের
যারা আজো রক্তের হলি খেলায় মত্ত হয়ে আছে।
কাণ্ডারী, জেগে উঠো একটিবার।
জেগে উঠো একটিবার।।