কেন আজ ন্যায় নীতির ঘরে ঝুলছে তালা?
কেন অত্যাচারী শাসকের গলে দুলে মালা?
কেন আজ রক্ষকরা ভক্ষক মানান, সাধু বেশে চলে?
কেন গরীবের গ্রাস ধনীলোকে কেড়ে খায় বাহুবলে?
কেন দু-চার পয়সা দামে মানবতা হয় বিক্রীত?
কেন মানব মস্তিষ্ক আজ হয়ে গেছে বিকৃত?
কেন আইনের ঘরে মিথ্যার পেশ হয়?
কেন খুনী ধর্ষকরা ছাড়া পেয়ে যায়?
কেন আজ জাতি ধর্মে হয় রাজনীতি?
কেন নেতা-মন্ত্রীর হাতে লঙ্ঘিত হয় যত নীতি?
কেন মানব ভুলে গেছে অতীত কালের সংস্কৃতি?
কেন সাধুর বেশে ভণ্ডরা আজ করে কুকীর্তি?
কেন ইতিহাস নয় সঠিক, হয়ে গেছে বিকৃত?
কেন যোগ্যতার প্রমাণপত্র চড়া দামে হচ্ছে বিক্রীত?
কেন আজ সত্যের দাম নেই, সবাই বলে মিথ্যা?
কেন মোনাফার লোভে ভাইয়ে ভাইকে করে হত্যা?
কেন অফিস আদালতে ঘুষের এত ছড়াছড়ি?
কেন নেতা-মন্ত্রীর চামচারা করে এত বাড়াবাড়ি?
কেন জননেতা ভুলে যায় নিজের দেওয়া অঙ্গীকার?
কেন জনসাধারণ আজ পায়না নিজের অধিকার?
কেন সত্য গোপন রেখে মিথ্যা পথে চলা?
কেন এসব প্রশ্নের উত্তর যায়না বলা?
ভারত মাতা, জবাব চাই। জবাব দাও---
তোমার বুকে আজ কেন এমন হয়?