রাতের অভ্রে পূর্ণিমার চাঁদ ঝলমল করে জ্বলছে।
একাকী আমি শুয়ে আছি আপন বিছানাতে।
চোখে ঘুম নেই, ভাবছি আমি নিভৃতে,
অনেক ভেবে দেখছি শেষে---
কেউ নেই, কিছু নেই আমার এই জগতে।
মায়াজালে পরিপূর্ণ এই বিশাল ধরণী যেন---
ক্ষণিকের এক খেলাঘর মাত্র।
সময়ের সাথে সাথে যার ঘটছে পরিবর্তন,
ক্ষয়ে ক্ষয়ে সব হয়ে যাচ্ছে নিঃশেষ।
আর আমি? আমিও একসময় চলে যাব;
চলে যাব ঐ অজানা পথের পথিক হয়ে,
চলে যাব না ফেরার দেশে।
এই ধন-জন, বাড়ি-ঘর সব ছেড়ে খালি হাতে।