কয়লা ধোলে হয়না সাদা
রঙটি যে তার কালো।
রূপের গুণে মানুষ তেমন
হয়না কভু ভালো।


দেখে মানুষ যায়না চেনা
ভালো কিনা মন্দ।
সাধু বেশে ভণ্ডরা আজি
গড়ে তুলে খন্দ।


ভিন্ন সাজে কতো মানুষ
করছে ধরায় বাস।
নিত্য করে কুকাজ ওরা
নেই তার অবকাশ।


মুখোশধারী ভণ্ড ওরা
মুখের ভাষা মিষ্টি।
সমাজ মাঝে দ্বন্দ্ব যত
এদের দ্বারাই সৃষ্টি।


মানব হয়ে এমন কর্ম
নেইতো কোনো ধর্মে।
সাজ-পোশাকে নয়গো মানুষ
মানুষতো হয় কর্মে।