ধরার পরে মানব জাতি অতি নিষ্ঠুর ভাই।
ওদের মনে একটু খানি মায়ার পরশ নাই।
সকাল সাঁঝে মনে মনে এটাই তারা চায়--
কেমন করে অন্যের ক্ষতি করতে পারে হায়!


মুখে থাকে মধুর কথন বিষে ভরা মন,
পরের হানির চিন্তা করে কেটে যাচ্ছে ক্ষণ।
এই জগতে‌ এমন মানুষ নিত্য দেখা যায়,
বন্ধু বেশে কাছে এসে ছোবল মারে গায়।


পরের ক্ষতি করছে যারা হবে তাদের ক্ষয়।
ভাইয়ের জন্য গড়লে খন্দ‌ নিজে পড়তে হয়।
হিংসার পথটি কাঁটায় ভরা, দুঃখ আছে বেশ।
দ্বন্দ্ব দ্বেষে এই জগতে নেইকো সুখের লেশ।


অন্যের মন্দ করলে কভু হয় না নিজের জয়,
বিদ্বেষ বাড়ে বিপদ বাড়ে, বাড়ে মনের ভয়।
স্বার্থে লোভে পরের ক্ষতি, নেশা আজি যার;
বিপদ কালে কেউ পাবে না, ধ্বংস হবে তার।


কুটিলতা দূর করে আজ উদার করো মন।
হাতের পরে হাতটা রেখে করো তুমি পণ--
হিংসা বিদ্বেষ আছে যত করে আজি নাশ,
সবার সাথে মিলে মিশে করবে সুখে বাস।