লিমেরিক - ১৫
---------------


ভীষণ হাসি পাচ্ছে আমার দাদুর কাণ্ড দেখে,
সারা বাড়ি খুঁজছেন চশমা নাকের উপর রেখে।
           চশমা আমার গেলো কোথা?
            দেখনা সবাই হেথা-হোথা।
চাশমা ছাড়া পাই না দেখতে গেছি আমি ঠেকে।


লিমেরিক - ১৬
---------------


ভীষণ ভাবে পড়ছে মনে আমার ছেলে বেলা,
মাঠের মাঝে সবান্ধবে করতাম কত খেলা।
            কোথায় ওরা কোথায় আমি,
             ওরাই ছিল অনেক দামী।
যৌবনে আজ বুঝছি মূল্য তখন করছি হেলা।


লিমেরিক - ১৭
---------------


বিদ্যা বুদ্ধি বিবেক রুচি এসব অতীত আজ।
জায়গা বুঝে তেলা মারাটা এখন আসল কাজ।
           নিজের ত্রুটি ঢাকতে গিয়ে,
           রোজই চলি তেলটা দিয়ে।
তেলের জোরে সত্য মরে মিথ্যা করে রাজ।