লিমেরিক - ২৩
--------------


মানব বেশে দানবেরা মারছে মানুষ রোজই,
হারানো এই জীবণ গুলোর রাখেনা কেউ খোঁজই।
মানব জীবন এসব যেন নয়
পোকা সম তা গণণা হয়।
গর্জে উঠে প্রতিবাদ তার করতে হবে আজই।



লিমেরিক - ২৪
----------------


সবদিকে আজ দেখি শুধু পশ্চিমাদের কালচার
নিজ সংস্কৃতি খাচ্ছে খুঁটে ঘুণপোকা আর ভালচার।
এসো সবাই শপথ করি,
একে অন্যের হাতটা ধরি,
দেশের কৃষ্টি রক্ষা করি সারিয়ে তার ক্যন্সার।



লিমেরিক - ২৫
---------------


স্বপ্ন আমার হয়না বাস্তব, স্বপ্ন হয়েই থাকে
সকাল সাঁঝে আমায় শুধু বিভোর করে রাখে।
স্বপ্নে আমি গড়ি বাসা,
পুঞ্জ পুঞ্জ ভালোবাসা।
স্বপ্ন মাঝেই সাঁতার কাটি, পাইনা খুঁজে তাকে।