(লিমেরিক - ০১)


গাছের ডালে বুলবুলিটা পাতার ফাঁকে ফাঁকে
খুশি মনে নেচে নেচে কিচির মিচির ডাকে
সরু পায়ে কেবল লাফায়
তীক্ষ্ণ চোখে চারদিক থাকায়
হঠাৎ করেই উড়ে গেল দেখে বিড়ালটাকে।


(লিমেরিক - ০২)


দুই বিড়ালে মধ্য রাতে তুমুল মারামারি
গো গো শব্দে লেজের দ্বারা করছে বাড়াবাড়ি
দুটো আঙ্গুল কানে গুজে
গিন্নী শুলেন দু'চোখ বুজে
রাগের মাথায় কর্তা বাবু গেলেন ঘরটা ছাড়ি।


(লিমেরিক - ০৩)


ভোর বেলার মিষ্টি রোদে ফুল পাখিদের মেলা
প্রজাপতি পাখা মেলে ওড়ে সারা বেলা
মাথার উপর নারকেল গাছে
কাঠবিড়ালী বসে আছে
শিশুরা সব বাগান মাঝে করছে নানান খেলা।