জন্ম নিয়ে ধরার মাঝে দেখিতেছি ভবে,
মানব হয়ে দানবের কাজ করিতেছে সবে।
চারাদিকে তাই বিরাজ করছে যত কুকর্ম,
মানব হয়ে ভুলছে সবে মানবতার ধর্ম।

মানবে আর দানবে বাস করে একি সাথে,
মানবতা বিলুপ্ত আজ মানবেরই হাতে।
সকল মানুষ ব্যস্ত, মত্ত শুধু স্বার্থ  কাজে।
লোভী হয়ে মানবে আজ সাজছে ভুল সাজে।

এ জগতে আজ মানবের দেখি বড় অভাব,
আপন কাজে কাছে আসে এই তাদের স্বভাব।
বিশ্বে এখন শক্তি লাগে বুদ্ধির নেই পরিচয়।
মানবতা পথধূলি হয়ে মেনেছে পরাজয়।