বাংলা আমার মাতৃভাষা
মাতৃদুগ্ধ সমান।
শহীদগণের রক্তে আঁকা
আমার ভাষার সম্মান।

মাতৃভাষায় কথা বলা
মাতৃভাষায় পড়া,
ভাষার জন্য জীবন দিয়ে
বাংলার আখ্যান গড়া।

জাতি, ধর্ম, বর্ণ ভুলে
ভাষার জন্য প্রাণ।
একমাত্র বীর বাঙালীরা
করতে পারে দান।

তোমার কাছে তোমার ভাষা
হতে পারে সেরা।
আমার কাছে বাংলা ভাষা
সেরার চেয়ে সেরা।

ছোট যদি করো তুমি
আমার ভাষা তবে,
বীর বাঙালীর শত ছেলে
ফের ইতিহাস গড়বে।

তাইতো এসো নিজ নিজ ভাষায়
মিটাই মনের আশা।
বাংলা আমার মাতৃভাষা
বাংলায় বাঁধি বাসা।