মনের আকাশে একগুচ্ছ কালো মেঘ,
তর্জন গর্জন করে করছে খেলা।


ইচ্ছে হয় আজ--
অঝোর ধারে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক;
ধৌত করে নিয়ে যাক--
মনের উঠোনে লেগে থাকা যত আবর্জনা।
বর্ষণের জলে ভেসে যাক--
অতীতে হারানো সেই স্মৃতিগুলো,
পরিষ্কার হয়ে যাক আগামীর রাস্তা,
আর দূর হয়ে যাক-- আকাশের যত আবছায়া।


হ্যাঁ, মেঘ নয়, বৃষ্টি চাই;
মনের উঠানে আজ অঝোর ধারে বৃষ্টি হোক।