স্বাধীনতা দিবসে আজ
দিকে দিকে উড়ছে নিশান।
বিভেদ যত আছে দেশে
আজি হবে তার অবসান।


তুলছে সবাই তেরঙা ধ্বজ
উড়ছে দেখো নীল আকাশে।
গাইছে সবে জাতীয় সঙ্গীত
ভেসে আসছে ভোর বাতাসে।


কাশ্মীর থেকে তামিলনাড়ু
এক পতাকা এই এক গান।
সম কণ্ঠে দেশবাসী আজ
গাইছে শুধু দেশের জয়গান।


এই ভূমিতে জন্ম সবার
সকলই এই মায়ের সন্তান।
আজকে আবার নিচ্ছি শপথ
অটুট রাখতে দেশের সম্মান।


স্বাধীনতায় শহীদ হলেন
লক্ষ লক্ষ ভারতীয় বীর।
তাদের মতই বাঁচব সবাই
উন্নত করে আমাদের শীর।


ভেদাভেদ সব ভুলে গিয়ে
গেয়ে যাব সমতার গান।
উঁচু কণ্ঠে বলব সবাই
বলব "মেরা ভারত মহান"।