মোবাইল আজ কেড়ে নিল
পড়া-লেখার স্বাদ।
ছাত্রের মাঝে পেতে দিল
হারাম প্রেমের ফাঁদ।


ইহাই হল ছাত্র ছাত্রীর
শক্ত মনের ক্ষয়।
সমাজে আজ আনছে ডেকে
চরিত্রতে লয়।


মোবাইল ফোন ছাত্র-ছাত্রীর
নিদ্রা নিল কেড়ে।
ছত্ররা আজ চ্যাটে ব্যস্ত
পড়া লেখা ছেড়ে।


নীলছবি আজ পৌঁছে দিল
সবার ঘরে ঘরে।
বিদ্যার্থীরা দেখছে বসে
ইন্টারনেট অন করে।


মোবাইল আর উপকার নয়
অনেক বেশী ক্ষতি।
ইহার জন্যই বিদ্যার্থীদের
হচ্ছে এমন গতি।