মাঝে মাঝে মধ্যরাতে
খুব হাহাকার নিয়ে ঘুম ভেঙে যায়।
জীবনের পরাজয়গুলো তখন সামনে আসে,
দাঁত বের করে অট্টহাসি হাসে।
কিছুতেই মন ফেরানো যায় না,
চাপা চাপা ব্যথায় চোখের কোনে জল আসে।
বুকের এই চাপা যন্ত্রণাগুলো কোনোদিন
কোনো সুখেও আড়াল হয়না চিরকালের মতো।


তুমি আমি যতই চেষ্টা করি না কেন,
সুসময়গুলো নিজেদের মাঝে ধরে রাখতে পারি না।
আমাদের সঙ্গে থাকে শুধু
বুক তুলপাড় করা অতীতের কিছু স্মৃতি;
অল্প হাসিতে যা গোপন করার চেষ্টা চলে জীবনভর।


আমাদের এসব বেদনার কারণ আমাদের ইচ্ছাগুলোই
আমরা আজীবন তাদের মন থেকে সরাতে পারি না,
তাই মধ্যরাতের এই বেদনাটা অবধারিত
তোমার কিংবা আমার সবার বেলায় তা সত্য।