বিপন্ন আজ মানবতা
কাঁদছে ধুঁকে ধুঁকে।
পরের তরে একটু স্নেহ
নেইতো কারো বুকে।


আজও উঠে ভোরের রবি
রাঙা করে আকাশ।
রাত্রি বেলা চন্দ্র উঠে
বয়ে চলে বাতাস।


স্রষ্টার সৃষ্টি চলছে ঠিকই
নেইতো কোন লয়।
মানব মনে ধরছে পোকা
হচ্ছে প্রেমের ক্ষয়।


লোভের মোহে ছুটছে মানুষ
ঐ সভ্যতার নামে।
মানবতা হচ্ছে বিক্রি
দু-চার পয়সা দামে।


মানব রূপে দানবেরা
মত্ত নিজের সুখে।
মনের মাঝে নেই যে দরদ
সর্বহারার দুখে।


জগত মাঝে রয়েছে আজ
চরম বিভীষিকা।
মানবতার আশা যেন
মরুর মরীচিকা।