মৌমাছি গায় গান
গুন্ গুন্ কলতান।
ফুল থেকে মধু চুষে
জীবন্ত রাখে প্রাণ।


ফুলে ফলে ঘুরে ঘুরে
গেয়ে যায় মধু সুরে।
মধু খুঁজে ফুলবাগে
যায় চলে বহু দূরে।


মধুচোরা অলিগুলো
আসে বনে ঝাঁকে ঝাঁকে।
আকাশের বুকে যেন
রঙিন ছবি আঁকে।


ফুলে এসে বসে তারা
কানে কানে কথা বলে।
গুন্ গুন্ গান গেয়ে
মধুগুলো খায় ছলে।


মউ লোভে আসে অলি
ঘুরে শুধু আশেপাশে।
মধু খেয়ে চলে যায়
ফুল কাঁদে উপহাসে।