(ইংরেজি ছন্দ: ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv)
_______________
মগ্ন আমি         নিত্য কাজে
চিত্ত মাঝে        স্বপ্ন সাজে।
মুক্ত মনে         উচ্চ আশে
কাব্য রসে        চিত্ত ভাসে।

চিন্তা জাগে       ছোট্ট মনে
ব্যস্ত দেহে        কষ্ট ঘনে।
কাব্য রচি         ব্যঙ্গ রসে
অজ্ঞ তবু          কাব্য যশে।

বিজ্ঞ জনে        চিত্ত ভরে
তত্ত্ব দানে         মুক্ত করে।
চেষ্টা চলে         যুদ্ধ ছলে
ইচ্ছে বলে        কাব্য ফলে।

দক্ষ যারা        সূক্ষ্ম ধারা
বিশ্ব জয়ী        মুখ্য তারা।
   ☆☆☆☆☆☆☆
      
ম্রৈত্যুয়িকী ছন্দের উদ্ভাবক শ্রদ্ধেয় কবি কালাচাঁদ মৃত্যু মহাশয় নিয়ম মেনে লিখিত।