আমি চাই এক মুক্ত স্বদেশ---
যেথায় থাকবেনা কোন হিংসা বিদ্বেষ,
থাকবেনা জাত-পাতের লেশ,
থাকবেনা হিন্দু, মুসলিম, পার্সী, জৈন,
বৌদ্ধ বা খ্রীষ্টান নামের কোন প্রাণী,
যেথায় থাকবে শুধু মানুষ।


আমি চাই এক মুক্ত স্বদেশ---
যেথায় থাকবেনা কোন বাঁধা, প্রাচীর,
হবনা কোন শোষণ আর অপশাসন,
জালিমদের থাকবেনা কোন স্থান।
থাবকেনা ভাষাগত কোন বিভেদ,
অসমীয়া-বাঙালিতে থাকবেনা কোন প্রভেদ।


আমি চাই এক মুক্ত স্বদেশ---
যেথায় সকলের থাকবে সমান অধিকার,
থাকবে মোদের বাক স্বাধীনতা,
মন খোলে বলতে পারব মনের কথা।
যেথায় থাকতে পারব নির্ভয়ে,
বেঁচে থাকার অধিকার নিয়ে।


আমি চাই এক মুক্ত স্বদেশ---
যেথায় আমরা থাকব এক সাথে,
শির উঁচু করে হাত রেখে হাতে,
এক সাথে সবে মিলে গড়ব এই দেশ,
পেয়ে যাব সেই স্বপ্নের মুক্ত স্বদেশ,
বিশ্বের দোয়ারে শ্রেষ্ঠ হবে আমার এই দেশ।