নেতাজী! কেন তুমি চলে গেলে আমাদের ছেড়ে,
কোন সে অভিমানের ফলে?
কেন চলে গেলে এত এত দূর?
সেথায় এখন আঁধার না কি রঙিন ভোর।


নেতাজী! কোন গঙ্গায় তুমি দিয়েছো ডুব,
তোমার জননী ভারত মাতাকে ছেড়ে?
সেখান থেকে দেখতে পাচ্ছ তোমার স্বপ্নের ভারত,
দেখতে পাচ্ছ তোমার উত্তরাধিকারীদের?


জানো নেতাজী, আজ ভারতের বুকে নামছে আঁধার;
যে আঁধার কেটে প্রভাত আনতে চেয়েছিলে তুমি
সেই ঘন কালো আঁধার;
নেতাজি, ঊষাকালে চলে গেলে তুমি;
তারপর-- প্রভাত হয়েছিল, হয়েছিল সূর্যোদয়।
কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই অস্ত যায়।
আর প্রভাত হয়নি। আজও অমাবস্যার রাত চলছে।


নেতাজি! কাটাতে এই আঁধার, আনতে প্রভাত
আজ আরো একবার, তোমায় খুব দরকার।
নেতাজী! তোমায় খুব দরকার।