কী যে দিন এলো ভাই, পণ্য কিনা দায়
জিনিসের মূল্য দেখে করি হায় হায়।
প্রতিদিন দাম বাড়ে বাড়ে না তো আয়,
অনাহার নিত্য সঙ্গী, দুখে দিন যায়।


ধনীদের চিন্তা নেই আছে তারা সুখে,
আমাদের পেটে লাথি মরি ধুঁকে ধুঁকে।
দিনেরাতে কাজ করি আয় তবু কম,
কোনোকিছু কিনতে গেলে বন্ধ হয় দম।


চাল ডাল মাছ তেল যাতে দেই হাত
মূল্য দেখে মাথা ঘুরে দাঁতে লাগে দাঁত।
তাইতো ভাই এ মন নিরালায় কাঁদে,
পড়ে আছি আমি আজ অভাবের ফাঁদে।


কত কষ্ট সহ্য করে কেটে যায় দিন
দিনে দিনে বাড়ে শুধু দোকানের ঋণ।
সংসারের ভাবনায় মগ্ন থাকি রোজ,
কীভাবে যে বেঁচে আছি কেবা রাখে খোঁজ!


পরিবারে আজকাল কত কিছু চাই,
সেসব মিটাতে গিয়ে হিমশিম খাই।
অনটনে আমরা সব আছি আজি ফেঁসে
নীরব দুর্ভিক্ষ তাই চলতেছে এ দেশে।