বিধির বিধান‌ মেনে চলে সব কিছু
সময়ের সাথে সাথে ক্ষয় নেয় পিছু।
মেনে নিতে কষ্ট তবু নেই কোনো পথ,
আলো-আঁধারেতে চলে জীবনের রথ।


ভোর বেলা ফোটে ফুল সাঁঝে যায় ঝরে,
কত শত প্রিয় জন অকালেতে মরে।
এই আছে এই নেই নিয়তির খেলা,
নিজ দ্বারে খাড়া আছে মরণের ভেলা।


কাল ছিলো মহারাজা আজ সে ফকির,
কাপুরুষ ছিলো যারা তারা হলো বীর।
এভাবেই চুকে যায় সব লেনাদেনা,
সুখ শান্তি সব যেন সময়ের কেনা।


কাল যেথা নদী ছিলো আজ বালুচর,
শত শত চেনা মুখ হয়ে গেছে পর।
পাশে যারা আছে আজ সকলের প্রীতি,
সময়ের ব্যবধানে হয়ে যাবে স্মৃতি।


ধরাধামে সব কিছু‌ ক্ষণিকের মেলা।
কবে জানি কেটে যাবে জীবনের বেলা!
শূন্য হাতে যাবো চলে, সব পড়ে রবে
নিয়তির খেলাটাকে মেনে নিতে হবে।