ফুলের মতো নিখুঁত বদন ঘন কালো কেশ।
তোমার হরিণী আঁখিতে লাগে বড় বেশ।
গোলাপ রাঙা গালের মাঝে ছোট্ট একটা তিল।
যৌবন তরঙ্গে সুরভিত ফুলের কত যে মিল।


আমার নভে নক্ষত্র হয়ে ফুটেছিলে কতনা সময়।
হৃদয় জুড়ে প্রীতির বাঁধনে বেঁধেছিলাম তোমায়।
জ্বলবেনা আর চাঁদ হয়ে আমার আকাশ জুড়ে
তোমার স্মৃতি আজও আমার হৃদয় খায় কুড়ে।


মনের অগোচরে আজো তুমি প্রীতি নিয়ে আসো।
উড়ন্ত প্রজাপতির মত এ হৃদয়ে এসে বসো।
মনের মাঝে রাখা ছিল তোমার কত শত স্মৃতি।
মুক্ত অভ্রে আজ উড়িয়ে দিলাম, হয়েছে সব ইতি।


লাল শাড়ীতে আজ নব বধূর সাজে সেজেছো তুমি।
তোমার আকাশের তারা হয়ে আর জ্বলবনা আমি।
অন্যের জন্য বধূ সেজেছো আজ তুমি মহানন্দে।
আমার হৃদয়ের কষ্টগুলো সহিব আমি সানন্দে।