প্রতি বছর শপথ করি-              ছেড়ে দিব ছলচাতুরী,
                    সফল হব নব বর্ষে।
থাকব আমি সবার সাথে,           চলব আমি সত্যের পথে,
                 ক্বোরান পুরাণ এর আদর্শে।


দেখি আমি বছর শেষে,            ভালো করে হিসেব কষে,
                     দেখি আমি অবশেষে-
বৃথা যায় এ শপথ আমার,           ব্যর্থ আমি বিশ্ব মাঝার,
                     পাইনি কিছু সর্বশেষে।      


আবার নতুন দিব্যি করি          নতুন সালের হিসেব ধরি,
                       মনে জাগে নতুন আশা।
এমনি যাচ্ছে আমার দিন         বছর শেষে সব কিছু লীন,
                      ভেঙ্গে যায় স্বপ্নের বাসা।


তবু আজি হৃষ্ট মনে                  নবীনের এই শুভ ক্ষণে,
                     নতুন স্বপ্ন দেখছি বসে।
ছাব্বিশের আগমনে তাই       সবারে আমি আজ জানাই
                     শুভেচ্ছা এই নব বর্ষে।