বিয়ে করে সুন্দর দেখে
শিক্ষা দীক্ষা পেছন রেখে
জীবনটা যায় দুখে।
নতুন বধু ফোনটা নিয়ে
ছবি ছাড়ে ইনস্টা দিয়ে
মিষ্টি হাসি মুখে।


বন্ধু তাহার আছে শত
কথা বলে মনের মত
নেইযে লজ্জা শরম।
স্বামী যদি কিছু বলে
রাগে তখন উঠে জ্বলে
মাথা হয় তার গরম।


বউ নয় সে দজ্জাল মেয়ে
দিন কাটে তার বসে খেয়ে
কাজ কামে নেই মতি।
রাঁধা-বাড়া গেছে ভুলে
কলঙ্ক সে বধূ কুলে
স্বভাব খারাপ অতি।


বাসন মাজে কাপড় কেচে
রোজগার করে রক্ত বেচে
অসহায় এই পতি।
মহারানীর হুকুম যত
এসব যেন তাহার ব্রত
কষ্টে আছে অতি।