মানুষ আজি নয়কো মানুষ
খেলছে যুদ্ধের খেলা,
শাসন বলতে নেইতো কিছু
চলছে শোষণ মেলা।


মারতে মানুষ, কিনছে ওরা
নানান রকম অস্ত্র,
রাজপথে আজ হরণ হচ্ছে
নারী জাতির বস্ত্র।


গায়ে বল যার সবকিছু তার
তাকে ভজে সবে,
সুশীল সমাজ নিঃস্ব হয়ে
কাঁদে নিষ্ঠুর ভবে।


ক্ষমতা আর টাকার নেশায়
সবাই আছে মেতে,
আজও দেশে লক্ষ মানুষ
পায় না দুবার খেতে।


মানবতা ধ্বংস করে
সাজছে ওরা নব্য,
বুক ফুলিয়ে বলছে তবু
ওরাই নাকি সভ্য!