অতীত কথা যায়না ভুলা
রোজই মনে পড়ে।
হদয় মাঝে বারে বারে
স্মৃতিগুলো নড়ে।


শৈশব কালে মহানন্দে
ছিলাম বন্ধু সনে।
আজকে আমি তাদের কথা
ভাবছি মনে মনে।


জগত তখন রঙিন ছিল
ভাসতো স্বপ্নের ভেলা।
খেলা-ধূলা হাসি তামশায়
কেটে যেত বেলা।


মনটা ছিল অনেক উজ্জ্বল
রবির আলোয় ভরা।
সব কিছুতে তৃপ্তি পেতাম
শৌখিন ছিল ধরা।


সে দিন গুলো চলে গেছে
রয়ে গেছে স্মৃতি।
অতীত কথা স্মরণ করে
গাইছি দুখের গীতি।