রাজ্য জুড়ে এসেছে পঞ্চায়েত নির্বাচন।
মঞ্চ জুড়ে শুনা যাচ্ছে আজ কত লম্বা ভাষণ।
জনতার দ্বারে ঘঠছে কত নেতার আগমন।
যোগ-বিয়োগের অঙ্ক শুরু কে পাবে কত আসন।


ভোট যুদ্ধে সকল প্রার্থী পড়েছেন ঝাঁপিয়ে।
চারিদিকে দৌড় শুরু উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে।
কেউ খেলছেন ধর্মের কার্ডে, কেউ আবার জাতির,
কেউ আবার দেখাচ্ছেন- স্বপ্ন এলাকা উন্নতির।


কেউ আবার টাকা দিয়ে কিনতে চায় ভোট,
নানা রঙে নানা ঢঙে ভাঙে জনতার জোট।
চায়ের হোটেল গরম আজ ভোট যুদ্ধ দিয়ে,
সবই ব্যস্ত শুধু ভোটের হিসেব নিয়ে।


এখন কত অভিনয় যেন প্রার্থী-ভোটার ভাই ভাই,
জয়ী হওয়ার পর আর নেতার খবর নাই।