সময়ের সাথে সাথে ঘটছে পরিবর্তন,
সবকিছু ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে।
এই শস্যে ভরা ক্ষেতের মাঠ, ফুলে ফলে ভরা বাগান,
বৃক্ষরাজি পূর্ণ পাহাড় পর্বত, আর জলাশয়,
বায়ুমণ্ডলে থাকা ভিন্ন ভিন্ন গ্যাস,
সবই আজ ক্ষয়প্রাপ্ত।


সহযাত্রীরা? এরাও কোথায় হারিয়ে গেছে,
পথ-ঘাট ফাঁকা, তাদের কোন চিহ্ন নেই।
শুধু রয়ে গেছে কিছু স্মৃতি
আর মনের আকাশে একগুচ্ছ অবছায়া।


সময়ের স্রোতে ভেসে আমিও একদিন হেরে যাব,
অগ্রজদের অনুসরণ করে চলে যাব,
সেই অনন্ত কালের পথে, না ফেরার দেশে,
শুধু কর্মগুলো রয়ে যাবে ক্ষয়প্রাপ্ত এই জগতে।