আসিয়াছে পৌষ আজ আসিতেছে সংক্রান্তি।
সবে মিলে করিব উৎসব দূর হবে সকল ভ্রান্তি।
কৃষকের গোলা আজ পূর্ণ ধানে, ওরা শান্তি
পিঠে পুলি খাবে আজ দূর হবে সকল ক্লান্তি।
এই মাসেই পিঠে পুলি গড়া হয় মহা ধুমধাম।
সকল ঘরেতে পিঠে গড়ে ধন্য আজ পল্লিগ্রাম।

গুড় পিঠে, নারকেল পিঠে আর কত প্রকার,
সকলে মিলে গড়ে পিঠে আজ সকল প্রকার।
অনেকে আবার পিঠে গড়ে গুড় আর তিল দিয়ে।
আনন্দের ঢেউ বয়ে যায় বাঙালির পাড়া গায়ে।
সরা পিঠে, ভাপা পিঠে, চুঙা পিঠে আর পাটি-সাপটা,
নলের গুড়ের গন্ধে আজ যেন ভাসে চারিদিকটা।

পৌষ মাসের শেষ রাত্রি সবে মিলে টুসু জাগরণ।
রাত ভর টুসু গান উৎফল্লিত আজ সবার মন।
পরদিন সকালে অতি ভোরে হয় টুসুর ভাসান।
সেজে গুজে সবাই এক সাথে নদীর ঘাটে যান।
সবাই মিলে নদীর ঘাটে করে মকর স্নান।
কত উৎসবে মহা আনন্দে পালিত হয় পৌষ পার্বণ।