শুন রে শুন, ডাকছি তোকে বারে বার,
চলে আয়রে তুই, চলে আয় এবার।
সকল বাঁধ ভেঙে আজ করে চুরমার,
আয়রে চলে, আয় তুই, হাতটি ধর আমার।

চল, দু’জন পালিয়ে যাই দূর বহুদূরে,
চলে যাই জনমানব শূন্য নির্জন প্রান্তরে।
এক সাথে থাকিব দুজন একই জায়গায়,
থাকিব মহাসুখে যেন আছি ফুলের বাগিচায়।

থাকিব শুধু তুমি আর আমি আর কেউ নয়,
এক সাথে আমরা দুজন নেই কোন ভয়।
থাকিবেনা আর কোন বাঁধা, কোন অনুশাসন।
তুই হবে মহারাণী আমি পাব রাজসিংহাসন।

চল রে, চলে যাই সেই সুদূর নির্জন ভূমি,
যেথায় থাকবো শুধু তুমি আর আমি।
থাকব দুজন একসাথে সুখে কাটাবো দিন
খুশির জোয়ারে ভাসব দুজন নাচব তাধিন দিন।