শুন মানুষ ভাই, ভেবে দেখো একবার,
কে দিলেন তোমায় চন্দ্র, সূর্য, তারা উপহার?
কে রচিলেন এ জল, বায়ু ও বাতাস?
কে গড়িলেন এ পৃথিবী, জমিন ও আকাশ?
কে করিলেন সৃজন এ আলো, তাপ ও বৃষ্টি;
এ মাঠ, এ ক্ষেত, আরো কত শত সৃষ্টি?
কোথায় পেলে তুমি এ ফুলে-ফলে ভরা বাগান?
কে দিলেন পাখির কণ্ঠে এত মিষ্ট গান?
কাহার কৃপাতে ভাই লভিয়াছ প্রাণ,
পেয়েছ মা, বাবা, ভাই, বোন আর স্বজন?
কে সৃজিলেন এ জগতের শত শত জীব?
কে খাওয়ান সকলেরে রাখেন সজীব?
কাহার কৃপায় ভাই, এ বিশ্ব পরিচালিত?
কাহার আদেশে গ্রহ, তারকা ঘুরছে অবিরত?
কে গড়িলেন এ পাহাড়, সাগর ও নদ-নদী?
এত নিখুঁত সৃজন তাহার চলছে নিরবধি।
ভেবে দেখেছো কখনো এসব কাহার দান?
অস্বীকার করতে পারবে কি তাঁহার অবদান?
এ বিশ্ব সংসারে এত অবদান রয়েছে যাহার,
এসো, সকলে মিলে প্রণাম জানাই চরণে তাঁহার।