বরাক ভূমে বাংলা ভাষা বলতে মানা করে।
এসব শুনে বীর বাঙালী থাকেনি আর ঘরে।
হাতে তাদের ভাষার ঝাণ্ডা কণ্ঠে ছিল স্লোগান।
আন্দোলনে নামল সবাই রাখতে বাংলার সম্মান।


শিলচরে ঐ আসাম পুলিশ করল কত খুন।
দশজন ভাইয়ের সাথে ছিল এক সাহসী বোন।
শহীদ হলেন সুনীল, কানাই, কুমুদ, হিতেশ, শচীন্দ্র,
সুকোমল, তরণী, বিরেন্দ্র, চণ্ডী আর সত্যেন্দ্র।


বীরাঙ্গনা এই সাহসী বোনের নামটি ছিল কমলা,
প্রমাণ করলেন তিনি এবার নারী নয়তো অবলা।
বরাক বাসী ভাষার তরে দিলেন নিজের প্রাণ।
বুকের রক্ত দিয়ে ওরা রাখল বাংলার মান।


ওদের দানে বরাক ভূমে উঠল বাংলার হাসি।
মধুর কণ্ঠে গাইল এবার সকল মাঝি চাষী।
একষট্টির ঐ আন্দোলনে ছিলেন শহীদ যত,
সবার প্রতি রহিল আমার প্রণাম শত শত।