একে একে কেটে গেল স্বাধীনতার সাতটি দশক।
আমরা বসে আছি হয়ে নীরব দর্শক।
কত শাসক এসেছেন এ সত্তর বছরে,
অনেক কাজ করেছেন সকলে দেশের তরে।


তবে কেন আজো ফুটপাতে দেখা যায়,
কত মানুষ স্টেশনে বা ড্রেনের কিনারায়,
ছিন্ন বস্ত্র গায়ে আবর্জনার স্তূপে স্তূপে
খাদ্যের সন্ধানে ওরা ঘুরে বেড়ায়?


দেখিনি কোনদিন কোন মুখোশধারী সমাজসেবি,
সোচ্চার হতে ফুটপাতবাসীদের অধিকার আদায়ে।
হয়নি কোন মিছিল কোন ধর্মঘট এদের বেলায়।
ওরা চায়নি বেশি কিছু, শুধু  দুবেলা দুমুঠো অন্ন
আর একখণ্ড বস্ত্র করিতে লজ্জা নিবারণ।
তাও আজ ওদের ভাগ্য করিতে পারেনি বরণ।


তবে কেন এরা এত বঞ্চনার শিকার?
ওরা কি মানুষ নয় এদের কি নেই কোন অধিকার?
এরা কি নয় এ সমাজের অংশ?
এদেরকে রেখে উন্নত হতে পারিবেকি ভারতবর্ষ?