রসাতলে যাচ্ছে এই দেশ,
কাঁদা ছোড়াছুড়ির নেই শেষ,
                          আগুন লাগছে ঘরে।
রামে বলে রহিম দোষী,
রহিম মারে রামকে ঘুষি,
                         সবই স্বার্থের তরে।


অতি দর্পে হত লঙ্কা,
বেড়ে চলছে লোকের শঙ্কা,
                        দেখার মানুষ নাই।
সঙ্গ দোষে পঙ্গ নষ্ট,
ধীরে ধীরে সবাই ভ্রষ্ট,
                        অসীম কষ্ট ভাই।


মানবতার হত্যা চলছে,
খুনিরা সব বৈঠা ধরছে,
                          সাগর মাঝে তরী।
ঈশ্বান কোনে ঐ জমছে মেঘ,
বইছে ঝড়ের প্রবল বেগ,
                           সবাই যাবে মরি।


যাত্রীরা হও আজি সাবধান,
ভুলে যাও আজ সব ব্যবধান,
                           কাটতে হবে সাঁতার।
যেতে হবে অপর তীরে,
কল-কৌশলে ধীরে ধীরে,
                            রক্ষা চাই যে সবার।